![]() |
Released from Depression and Suicide |
আসসালামু আলাইকুম
আপনাদের সকলকে Released from Depression and Suicide গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
আমাদের এই গ্রুপটি পরিচালনা করার প্রধান উদ্দেশ্য হলো: আমাদের আসে পাশে অনেকেই ডিপ্রেশনে ভুগেন এবং সেখান থেকে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছেন বহু মানুষ। সেই সকল মানুষকে কেন্দ্র করে তাদের কে কিভাবে ডিপ্রেশন থেকে মুক্ত করা যায় এবং আত্মহত্যার মত ভুল সিদ্ধান্ত থেকে কিভাবে ফিরানো সম্ভব সেসব বিষয় সম্পর্কিত কার্যক্রম ও আলোচনা ঘিরে আমাদের এই গ্রুপের পথ চলা...❤️
আমাদের আসে পাশে অনেকেই থাকেন, যাদের সাথে আমরা মিশলে বুঝতে পারি যে কোনো না কোনো কারনে সেই মানুষটি ভালো নেই।তাদের মধ্যে কিছু কিছু আচরণে স্পষ্ট বুঝা যায় তাদের এমন অবস্থা যেখান থেকে কাউকে কিছু বলতেও পারছেন না আর নিজে একা সেই পজিশন কাটিয়েও উঠতে পারছেন না।আর কেউ জানলেও সেটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই মানুষিক সাপোর্ট টা কেউ একজনের পক্ষে সেটা সম্পূর্ণভাবে সব দিক দিয়ে করা হয়ে উঠে না।একটা সময় মানুষের ভিতরের যন্ত্রণা গুলো তার মস্তিষ্ককে বিকৃত করে ফেলে এবং সেখান থেকেই আত্মহত্যা টা বেশির ভাগ ঘটে থাকে।
আমার মতে যদি প্রতিটি মানুষের সমস্যা অনুযায়ী তাদের এই মুহুর্তে কি করা উচিৎ আর কি করা উচিৎ নয়, এবং কি করলে তিনি এই খারাপ অবস্থান থেকে নিজেকে ভের করতে পারবেন তা জানতে পারলে অনেকেই বেঁচে থাকতেন বলে আমার মনে হয়।কারন, প্রতিটি মানুষই এমন ভয়ংকর একটি সিদ্ধান্ত গ্রহন করার আগেও হাজার বার নিজেকে বলতে থাকেন,যদি সব কিছু স্বাভাবিক হতো তাহলে হয়তোবা আমিও বেঁচে যেতাম...! মৃত্যুর একটু আগেও নিজের জীবনের জন্য নিজেই আক্ষেপ করেন।যারা আত্মহত্যা করেন তাদের মনোবল ভেঙে যায় এবং সঠিক সিদ্ধান্ত গ্রহন করার বিবেক বুদ্ধি লোপ পায়।তাই ঐ সময়টা তে যদি সেই মানুষ গুলোর পাশে থেকে তাদের কে মানুষিক সাপোর্ট দেওয়া যায় তাহলে আমার মন বলে আমরা হাজারে দশজন কে হলেও বাঁচাতে সক্ষম হবো।শুধুমাত্র আমাদের কিছুটা সময় সঠিক ভাবে তাদের জন্য ব্যয় করলেই যথেষ্ট।
আমি একজন সিদ্ধান্ত নিয়েছিলাম... আজ আমার সাথে আরও অনেকেই এই কাজটি ভালোবেসে করতে আগ্রহী। আমার বিশ্বাস একদিন সবাই এই বিষয়ে সচেতন হবে এবং আত্মহত্যার হার আমরা কমিয়ে আনতে সক্ষম হবো।
আমি একজনের পক্ষে সম্ভব নয়,আমাদের প্রতিটা মানুষের সাপোর্ট প্রয়োজন।কারন আমরা প্রতিটি মানুষ যদি সচেতন হই তাহলে এই আত্মঘাতী পরিস্থিতি থেকে মুক্ত হওয়া সম্ভব।
0 মন্তব্যসমূহ