আমি ২ জন মানুষ কে দেখেছি এক ই সমস্যায় ভুক্তভোগী। ২ জনের এক ই সমস্যা, বাচ্চা হচ্ছে না। ১ জনের বিয়ের ১৪ বছর হয়ে গেলেও বাচ্চা হয় নি, আরেকজনের বিবাহিত জীবনের ২ বছর। যে ১৪ বছর ধরে মা হতে পারেনি তার মধ্যে আমি হতাশা দেখি নি যতটা হতাশ হওয়ার কথা ছিলো। আর যে ২ বছরের বিবাহিত তাকে দেখতাম কান্না করতে করতে দিনরাত এক করে ফেলত।
তো একদিন বলেই বসলাম তোমার তো মাত্র ২ বছর হয়েছে বিয়ে হয়েছে এত অধৈর্য হচ্ছো কেন? তার উওর ছিল তার হাজবেন্ড বাচ্চা পছন্দ করে, সে যদি মা না হয় তাহলে অন্য কাউকে বিয়ে করে নিবে।
আর যার ১৪ বছরেও বাচ্চা হয়নি তাকেও জিজ্ঞেস করলাম এতবছরেও এত স্ট্রং কিভাবে থাকলে?
তার উত্তর ছিলো আমি টেনশন করতে চাইলেও আমার হাজবেন্ড টেনশন করতে দিত না। সব সময় আমাকে সাপোর্ট করত। আমি যখন বাচ্চার জন্য মন খারাপ করতাম আমার হাজবেন্ড আমাকে ঘুরতে নিয়ে যেত, আর বলত দেখো তো আমরা কত সুখী, যখন ইচ্ছে তখন ঘুরতে বের হতে পারি, বাচ্চা হলে কি সম্ভব হত!!!
আসলে আমাদের অপূর্নতা আমাদের যতটা না কস্ট দেয়, তার চেয়ে বেশি কস্ট দেয় প্রিয় মানুষের সাপোর্টের অভাব।
পৃথিবীর সব কষ্ট তুচ্ছ হয়ে যায় যখন প্রিয় মানুষটা বলে মন খারাপ করো না,আমি ত আছি।
0 মন্তব্যসমূহ